কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বনের কাঠ চিরাইয়ের খবরে অভিযান পরিচালনা করে একটি অবৈধ স’মিল উচ্ছেদ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রত্নাপালং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ বনজ কাঠ জব্দ সহ স’মিল উচ্ছেদ করা হয়। উখিয়া থানা পুলিশ ও বনবিভাগের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ। অভিযানকালে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমসহ থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বনের কাঠ চিরাই করে আসছে একটি চক্র। স’মিলের মালিক প্রবাসী বলে প্রাথমিকভাবে জানা যায়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান,”বনের কাঠ চিরাই কার্যক্রম পরিচালনা করে আসছে একটি চক্র। তাদের স্থাপন করা অবৈধ স’মিল উচ্ছেদ পরবর্তী নিয়মিত বন মামলা দায়ের প্রক্রিয়াধীন।”

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ জানিয়েছেন,”গোপন সংবাদের ভিত্তিতে রত্নাপালং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা একটি অবৈধ স’মিল উচ্ছেদ করে কাঠ ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।”

বার্তাবাজার/এম আই