নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিন বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে মোঃ মহসিন মন্ডল মিঠুকে সভাপতি ও রাসেল আমিন স্বপনকে সাধারণ সম্পাদক করা হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ মহসিন মন্ডল বার্তা বাজারকে জানান, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাব। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। সামনে জাতীয় নির্বাচন ঘিরে আমরা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে নীলফামারীর সবগুলো আসনে আওয়ামী লীগের বিজয় ঘটাবো।
বার্তাবাজার/এম আই