বরগুনায় বিএনপির ডাকা অবরোধের শেষ দিনে ইটপাটকেল নিক্ষেপ করে চলন্ত ট্রাক থামিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভান। ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর আড়াটার দিকে জেলার সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের সোনারবাংলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ট্রাকচালক মনির বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে ট্রিপ নিয়ে বরগুনায় আসার পথে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সোনারবাংলার মোড়ে পৌঁছালে পাশের বাগান থেকে ৭-৮ জন যুবক দ্রুত ছুটে এসে আমার গাড়ির সামানের গ্লাসে এলোপাতাড়ি ইট মারতে থাকে। এ সময় দুজন যুবক ছুটে এসে চর-থাপ্পড় মেরে আমাকে গাড়ি থেকে নামিয়ে তাদের হাতে থাকা লাঠিতে পেট্রলে ভেজানো কাপড়ের তৈরি মশাল দিয়ে ট্রাকে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়।’

অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের শনাক্ত করে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসব। তবে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার ছিল। রাস্তার মোড় ও স্থানটি নির্জন থাকায় এখানে এমনটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।’

বার্তাবাজার/এম আই