জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি-জামাত জোটের অগ্নীসন্ত্রাস করে পুলিশের উপর হামলা, মানুষ পুড়িয়ে মারা ও অযৌক্তিক হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে বের হয়ে শিমলা আমতলা, সরিষাবাড়ী বাসস্টেশন, থানা মোড় প্রদক্ষিণ করে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভিপি, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রাহমান, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আ.ফ.ম ডা: শাহান শাহ মোল্লা, ইউপি চেয়ারম্যান আবু তাহের, আব্দুস সালাম, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদিন তারা, শ্রমিক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিএস, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মঈনুল ইসলাম ময়নালসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বার্তাবাজার/এম আই