পিরোজপুরের ইন্দুরকানীতে গাছ থেকে সুপারি পাড়ায় বাঁধা দিলে হামলায় ইব্রাহীম সরদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম ঢেপসাবুনিয়া গ্রামের মৃত ইসমাইল সরদারের পুত্র। এ তথ্য নিহতের পরিবার এই প্রতিবেদককে নিশ্চিত করেন।

জানা যায়, ইব্রাহীম সরদারের সুপারি বাগানে একই এলাকার মঙ্গল সরদারের পুত্র দুলাল সরদার লোকজন নিয়ে সুপারি পাড়তে এলে ইব্রাহীম সরদার বাঁধা প্রদান করে। এসময় ক্ষিপ্ত হয়ে দুলাল ও তার লোকজন মিলে বৃদ্ধ ইব্রাহিমের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

এবিষয়ে ইন্দুরকানী থানার ওসি মোঃ আল মামুন জানান, সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় ৫ জনকে আসাসি করে মামলা করেছিল। চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মারা যাবার খবর পেয়ে হত্যা মামলা রুজু করা হয়েছে।

বার্তাবাজার/এম আই