আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে দূর্গাপূজার প্রতিমা তৈরি ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান।
সোমবার দুপুরে পৌর শহরের দশভূজা বাড়ি পূজা মন্ডপের প্রতিমা তৈরির সার্বিক প্রস্তুতি পপর্যবেক্ষণ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন এবং আসন্ন শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন,প্রতিমা তৈরির কারিগরদের সমস্যা আছে কি না বা কোনো কিছু প্রয়োজন কি না সার্বিক খোঁজ-খবর নিয়েছি। পূজায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করবে প্রশাসন। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বার্তা বাজার/জে আই