কুষ্টিয়ার দৌলতপুরে খেরেজ আলী ফকির (৬৫) নামের এক বৃদ্ধর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার একটি মাঠ থেকে নিহত বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত খেরেজ আলী ওই এলাকার ঈদগাহ পাড়া গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মাঠের মধ্যে বৃদ্ধর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খরব দেয় স্থানীরা। পরে পুলিশ এসে বৃদ্ধর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, এটি একটি হত্যা কান্ড। লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/এম আই