নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক অমিত আকঞ্জি অমি এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে মামুনুর রশীদ রবিনকে আহ্বায়ক করে ৪ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন রায়হান কবির, মাহমুদুল হাসান নাঈম, মেহেদি হাসান, দেলোয়ার হোসেন। কমিটির সদস্যরা হলেন শাহজাহান, সাহান, তোকির আহম্মেদ প্রান্ত, ইসমাঈল হোসেন।
দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য হলেন, ছামিউল বাসার ঝলক, জসিম উদ্দিন।
সবার কাছে দোয়া চেয়ে মামুনুর রশীদ রবিন বলেন, বঙ্গবন্ধুর চেতনা বুকে ধারন করে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। আমাকে এ পদে দায়িত্ব দেওয়ার জন্য উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও আমার অভিভাবক সাইফুল ভাইসহ সকল নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ।
দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী তিন মাসের জন্য কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হল।
বার্তাবাজার/এম আই