নেত্রকোনার দুর্গাপুরে পল্লীকবি রাধাপদ রায়ের (৮০) উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে দুর্গাপুর সাহিত্য সমাজ। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, বিশিষ্ট কবি লোকান্ত শাওন, দুর্গাপুর সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক জীবন নন্দী, পথ পাঠাগারের পাঠাগার সম্পাদক অন্তর হাজং প্রমুখ।
বক্তারা বলেন, এমন নির্বিবাদী, বয়োজ্যেষ্ঠ এ মানুষটির ওপর গত ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে বর্বরোচিত হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করেছে স্থানীয় দুই দুর্বৃত্ত মো. রফিকুল ইসলাম ও কদুর আলী। এই ধরনের হামলা আমাদের বাঙালি সংস্কৃতির উপর হামলা। পুলিশ ইতিমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। অনতি বিলম্বে ঘটনায় জড়িত বাকী আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বার্তাবাজার/এম আই