নেত্রকোনার দুর্গাপুরে আটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে। নিহত ইসমাইল নালিয়াকান্দা গ্রামের অলি মাহমুদ এর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জে দেন ইসমাইল। অটো রিকশার ব্যাটারি চার্জ হয়ে গেলে সকালে চার্জার খুলতে যায়। এই সময় হঠাৎ সে তার মাকে বিদ্যুতের লাইন বন্ধ করতে বলে চিৎকার দেয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে দেখে মাটিতে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আলম জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বার্তাবাজার/এম আই