জাতিসংঘ শিশু তহবিল “ইউনিসেফ” এর অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিরাজগঞ্জ জেলাতেও কর্মশালার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্ব) সকালে জেলা শহরের রায়পুরে সমাজসেবা কমপ্লেক্সের হল রুমে কর্মশালার উদ্বোধন করেন জেলার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ইসরাইল হোসেন বাবুর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মতিয়ার রহমান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেষ্ঠ্য সহ সম্পাদক মো. রোকনুজ্জামান।

আয়োজিত এই কর্মশালায় জেলা জুড়ে আবেদনের প্রেক্ষিতে যাচাঁয় বাচাঁয় করে নবাগত ২০ জন শিশু সাংবাদিককে সুযোগ দেওয়া হয়েছে। এই কর্মশালা চলবে ৩ দিন। যেখানে জেলার গুণি সাংবাদিকরাও নবাগতদের সামনে সাংবাদিকতার নানা দিক আলোচনা করবেন।

বার্তাবাজার/এম আই