পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মহিববুর রহমান রহমান। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাকিবুল আহসান, ডঃ শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর মেয়র বিপুলচন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিববুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার কাছে নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই