নদী বাঁচাও, দেশ বাঁচাও, নদীর দখল ও দূষণ বন্ধ কর এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ রবিবার আন্তর্জাতিক নদী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন যৌথভাবে শহরে র্যালি বের করে। র্যালি শেষে শহরের পারনান্দুয়ালি ব্রিজের উপরে এবিএম আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান খোকন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ পরিবেশ আন্দোলন নেতা ফারুক রেজা, নারী নেত্রী কল্যাণী বিশ্বাস, জেলা পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি এটিএম আনিসুর রহমান, সাধারণ সম্পাদক রূপক আইচসহ অন্যরা।
বক্তারা মাগুরা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া আটটি নদীসহ সারাদেশের নদীর দখল ও দূষণমুক্ত করে নদী তথা পরিবেশ সংরক্ষণে সরকার ও জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। ১৯৮৪ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার সারা বিশ্বে আন্তর্জাতিক নদী দিবস হিসেবে পালন করে আসছে।
বার্তাবাজার/এম আই