চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকা থেকে ১২১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকা থেকে ফেনসিডিলসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যাবসায়ী শিবগঞ্জ উপজেলার নওদাপাড়া গ্রামের তসলিম মন্ডলের ছেলে কায়েম আলী (৩০) এবং অপরজন একই উপজেলার কানসাট গোপালনগর গ্রামের ওমর ফারুকের ছেলে মোঃ লিটন (৩১)।
র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটককৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উল্লেখিত সময় একটি মাদকের চালান সরবরাহ করা হবে।
এর ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় ১২১ বোতল ফেনসিডিল এবং ৩টি মোবাইলসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে। পূর্বেও তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এম আই