ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফুটবল টুনামেন্টের ফাইনালে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছেন সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়।

সোমবার বিকেলে আশুগঞ্জ তাপ বিদ্যু কেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উদ্যোগে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতার ফুটবল টুনামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর, আশুগঞ্জ থানার ওসি তদন্ত সুজন পাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিন শিকদার, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি এনামুল হক, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুক কবীর, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন সোহেল, ক্রীড়া শিক্ষক মোজাহিদ , তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব ভূইয়া, সোহাগপুর আছিয়া সাফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ফারুকুজ্জামান, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, সহকারি প্রধান শিক্ষক শামসুজ্জামান টিপুসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

টুনামেন্টে সেরা গোলদাতা সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার কাজিন আহমেদ অভি ও সেরা গোলরক্ষক দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার জাহিদ নির্বাচিত হন।

টুনামেন্টি ৯ সেপ্টেম্বর উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে শুরু হয়েছিল।

বার্তা বাজার/জে আই