গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নে দারিদ্র্য-বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা প্রদানের লক্ষ্যে শিশির বিন্দু ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা কার্যক্রম শুরু করেছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে কাজুলিয়া ইউনিয়নের শেওড়াবাড়ীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমিতির চেয়ারম্যান বিএম বাবুল হাসান।
কাজুলিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য মাধুরি ভক্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন আপন ইসলাম ইকবাল, কদমবাড়ী ইউনিয়নের সাবেক মেম্বার গোলক হাজরা, আজমানুর রহমান ভূইয়া, বিএম সোহাগ হাসান, সিফাত ভূইয়া, নিউটন, রামানাথ প্রমুখ।
বার্তা বাজার/জে আই