রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে হারবারিয়ায় পৌঁছেছে মার্শাল আইসল্যান্ড এর পতাকা বাহি জাহাজ ” এমভি এ্যাসপেন”।

গত আগস্ট মাসের ১২ তারিখ ইন্দোনেশিয়া মুরারা পানতাই পোর্ট থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি, জাহাজটি আজ (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার পর পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বরে অ্যাংকার করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার এসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার হোসেন ইমাম বলেন, এই চালানে ২৮ হাজার মেট্টিকটন কয়লা আনা হয়েছে মোংলা বন্দরে, দুপুরের পর শুরু হবে খালাস প্রক্রিয়া, খালাস করা কয়লা লাইটারেজে করে নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ার উল আজিম বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কাঙ্ক্ষিত জ্বালানি কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস করে বিদ্যুৎকেন্দ্রে আনার প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এম আই