মাগুরার মহম্মদপুরে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি কর্মীরা পুলিশের একটি গাড়ি ভাংচুর করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, শুক্রবার বিকাল ৪টার দিকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি নেতা-কর্মীরা মহম্মদপুর বাজারে জড়ো হতে শুরু করে। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপি কর্মীরা পুলিশের উপর চড়াও হয়। তারা দফায় দফায় পুলিশের উপর গাড়ির উপর ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠি সোঠা নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় পুলিশের ডিউটিরত ৩ পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করলে বিএনপির অন্তত ১০ নেতা-কর্মী কমবেশি আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে স্থানীয় বিএনপি কর্মীরা মহম্মদপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নানের ঘরে ভাংচুর করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরাও বিএনপি কমি মহিদুল সহ কয়েকজনের দোকানঘরে ভাংচুর চালায় বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ গাড়ি ভাংচুর ও পুলিশ সদস্য আহত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হামলার ঘটনায় জড়িত দুই জনকে আটক করা হয়েছে।
বার্তা বাজার/জে আই