সাতক্ষীরার কলারোয়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে পৃথকভাবে বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করেছেন।

দিবসটিকে ঘিরে বুধবার ( ১ মে ) কলারোয়া ইউরেকা তেল পাম্প সংলগ্নে সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ৮ জন নিহত শ্রমিকের পরিবারের মাঝে এক লক্ষ ২০ হাজার টাকা নগদ বিতরণ করেন। সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি করেন মোঃ সিরাজুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আলতাফ হোসেন লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না প্রমুখ। এর আগে মাননীয় সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন পিপাসার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

অন্যদিকে, ‘শ্রমিক মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এমন স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে এক কালারের পরিচ্ছন্ন পোশাক, ক্যাপ পরে কলারোয়া ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও সদস্যরা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে শৃঙ্খলার সাথে র‍্যালি আলোচনা সভা এবং খাদ্য বিতরণ করেছেন।

পহেলা মে সকাল দশটায় কলারোয়া পৌর সদরের থানা গেট সংলগ্ন থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি টি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলারোয়া পৌর সদরের রূপালী ব্যাংকের দক্ষিণ পার্শ্বে ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নছর বলেন, যুগের পর যুগ শ্রমিকরা নির্যাতিত, অবহেলিত , বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সকল শ্রমিকের ঝুঁকিপূর্ণ জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে বীমা করতে হবে পাশাপাশি সরকারি সহায়তা পেতে সকল পর্যায়ের শ্রমিকদের সচেতন হওয়ার আহ্বান করেন।

কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কাজিরহাট কলেজের শিক্ষক ইসমাইল হোসেন, কলারোয়া থানা জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শরিফ হাসান সবুজ, আজগর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক কাজী তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদস্য শেখ কবিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এইচএসএস