পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ছোট বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এবিএম আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। তার স্মরনে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মিলন, তার ছেলে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মাহমুদ হাসান, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল, ছোট বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী সহ আরো অনেকে। আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তা বাজার/জে আই