চট্টগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) রাতে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেন বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা।
তিনি জানান, শুক্রবার নগরীর বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা নবী কলোনীতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ দশজন জুয়ারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, মোঃ সেলিম, মোঃ মাহফুজ, মোঃ ইউসুফ, মোঃ নাসির উদ্দিন, মোঃ ফরহাদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ আজিজ, মোঃ বাবু, মোঃ কবির ও সৌরভ।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বন্দর থানার অধর্তব্য মামলা নং-১৬০/২০২৩, তারিখ-১২-০৮-২০২৩ খ্রিঃ রুজু করা হয়েছে।
বার্তাবাজার/এম আই