টাঙ্গাইলের ঘাটাইল ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের নির্বাচনের মোটর সাইকেল প্রতিকের কর্মীদের হুমকি প্রদান করেছে আনারস প্রতিকের কর্মী মোঃ রুবেল মুন্সী। এ ব্যপারে একটি লিািখত অভিযোগ রিটার্নিং অফিসার কাছে অভিযোগ দায়ের করেছে মোটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ লোকমান হোসেন।
লিখিত অভিযোগ থেকে গত বৃহস্পতিবার ১৬/০৫/২০২৪ ই্ং তারিখ উপজেলা দেউলাবাড়ী ইউনিয়নের ঝুনকাইল গ্রামে স্কুল মোড়ে আনারস প্রতিকের সমর্থক জুলহাস মুন্সির ছেলে মোঃ রুবেল মুন্সির মৃত বাহাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম সেন্টু সিকদারমৃত ডাঃ শওকত আলীর ছেলে এজাহারুল ইসলাম মিন্টু,শাহিনুর রহমান পলিথিন শাহিন, আঃ হামিদের ছেলে শাহিন তালুকদার,ফরহাদ এসএম খান রানা,আমার নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলে এমনকি মোটর সাইকেলের কোন প্রতিক এই ইউনিয়নে লাগানো যাবে না বলে হুমকি প্রদান করেন।নানা রকম ভয়ভীতি প্রদর্শন করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান ঘটনার স্বীকার করে মুঠো ফোনে জানান বিষয়টি আমি শুনেছি এবং উপরের কতৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করা হয়েছে।
নির্বাচনে হুমকি প্রদান ও পোষ্টার ছিড়ে ফেলার বিষয়ে মোটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ লোকমান হোসেন মুঠোফোনে জানান আমি লিখিত অভিযোগ দিয়েছি।এর সাথে জড়িত তাদের কে আইনের আওতায় এনে শাস্তি প্রদানে অহবান জানান।
লিখিত অভিযোগের বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ঘাটাইল উপজেল্ ানির্বাহী অফিসার ইরতিজা হাসান মুঠো ফোনে জানান আমরা এর মধ্যে দোষীদের খুজে বের আইনের আওতায় আনার জন্য অফিসার্স ইনচার্জ(ওসি) সাহেবে বলা হয়েছে।
বার্তা বাজার/এইচএসএস