জামালপুরের সরিষাবাড়ীতে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আসমা বেগম (৬০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে পৌর এলাকার আরামনগর কামিল মাদরাসা সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসমা বেগম পৌর এলাকার সামর্থবাড়ী গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় পৌর কাউন্সিলর বদিউজ্জামান উজ্জ্বল পরিচয় নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে আসমা বেগমসহ তিন নারী পার্শ্ববর্তী সাতপোয়া গ্রামের আত্মীয় বাড়ীতে বেড়াতে যায়। বিকালে অটোভ্যান যোগে বাড়ী ফেরার পথে আরামনগর কামিল মাদরাসা সংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছলে অটোভ্যানটি নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আসমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিমান্ত সাহা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মুহাম্মদ মহাব্বত কবীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এম আই