দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের বিশমাইল মসজিদ থেকে মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেইট হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুকের নেতৃত্বে মিছিলে ‘শেখ হাসিনার প্রতিহিংসার রায়, মানি না মানবো না’ ‘ অবৈধ মামলার অবৈধ রায়, মানি না মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, ‘স্বৈরাচারী ভোট চোর সরকার একদিকে গুম, খুন ও মামলা-হামলা করে বিরোধী দলের নেতাকর্মীদের দমন-পীড়নের মাধ্যমে নিজেদের ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে চায়। অন্যদিকে ব্যাংক ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, শেয়ারবাজার লুট ইত্যাদির মাধ্যমে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে নিজেরা সম্পদের পাহাড় বানিয়েছে।’

তারা আরো বলেন, ‘দেশ রক্ষা ও দেশের মানুষের অধিকার আদায়ে জনগণের মুক্তির ত্রাতা হিসেবে দেশনায়ক তারেক রহমান যখন একমাত্র আশার প্রদীপ নিয়ে এসেছেন, তখন তারেক রহমান ও বাংলাদেশের ক্লিন ইমেজের উজ্জ্বল দৃষ্টান্ত ডাক্তার জোবাইদা রহমানকে আদালতের ঘাঁড়ে বন্দুক রেখে ফরমায়েশী রায়ের মাধ্যমে এই সরকার মুক্তিকামী জনতাকে হতাশ করতে চায়।’

ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, ‘বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নীতি, আদর্শ ও জনপ্রিয়তা দিয়ে মোকাবিলা করতে না পেরে প্রতিহিংসার অংশ হিসেবে ফরমায়েশী এই রায় দিয়েছে ভোট চোর সরকার। আমরা অবিলম্বে এই রায় বাতিলের দাবি জানাই। অন্যথায় দুর্বার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে পৃথিবীর নিকৃষ্ট স্থানে নিক্ষেপ করা হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রদল নেতা আরিফুজ্জামান আরিফ, যোবায়ের আল মাহমুদ, রেজাউল আমিন রেজা, সাহানুর রহমান সুইট, মো. রাজন মিয়া, মো. হাসান, দেওয়ান আলাউদ্দীন, জিল্লুর রহমান, মুরাদ, রিশাত, শরীফুল ইসলাম শরীফ, জিসানসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

বার্তাবাজার/এম আই