জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) সায়েন্স ক্লাবের ‘৫ম জাতীয় বিজ্ঞান মেলা ২০২৩’ আগামী শনিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞান মেলার আহ্বায়ক আল মামুন বলেন, “মস্তিষ্কে বিজ্ঞানের চাষ, সমৃদ্ধ করব মেধার বিকাশ” শীর্ষক স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ওইদিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এ বিজ্ঞান মেলা।

এছাড়াও বিজ্ঞান মেলার আগের দিন ( শুক্রবার) “মেধা বিকাশে আপষহীন, গণিত হোক সার্বজনীন” শীর্ষক স্লোগানকে ধারণ করে জাবি সায়েন্স ক্লাবের ‘৯ম জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৩’ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞান ও প্রযুক্তিকে দেশব্যাপী ছড়িয়ে দিতে নানা কর্মসূচী পালন করে আসছে। এর মধ্যে জাতীয় গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান ছাড়াও বিজ্ঞন বিষয়ক প্রতিযোগিতা, কর্মশালাসহ বিভিন্ন সভা-সেমিনার উল্লেখযোগ্য।

বার্তাবাজার/এম আই