মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদহ গ্রামে এক মৎস্য চাষীর পুকুরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে বলে ধারনা করা হচ্ছে। পুকুরে বিষ প্রয়োগের ফলে সব প্রজাতির মাছ নিধন হওয়ায় ওই মৎস্য চাষীর লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

বুধবার ভোরে বরালিদহ (মিয়া পাড়া)গ্রামের মৃত.দবির হোসেন মিয়ার পুত্র টিটো মিয়ার পুকুরে এঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী টিটো মিয়া জানান, পুকুর মাছ চাষের জন্য পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপসহ বিভিন্ন জাতের মাছের পোনাগুলো ছাড়া হয়েছেলো। বুধবার সকালে দেখি মাছগুলো মড়ে ভেসে উঠেছে। শত্রুতাবশত কেউ বিষ প্রয়োগ করে মাছ মেড়ে ফেলতে পারে।

এ বিষয়ে নাকোল ফাঁড়ির আইসি লাল্টু জানান, মাছ মড়ার বিষয়ে শুনেছি।তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/জে আই