শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন তাওহিদ হৃদয়। গতবারের চ্যাম্পিয়ন দল জাফনা কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান।

এলপিএলে খেলার ব্যাপারে তাওহিদ গণমাধ্যমকে বলেছেন, ‘তিন-চারটি ম্যাচের জন্য যেতে পারি। বোর্ডকে সেভাবেই জানিয়েছি।’

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা গেলে এ বছর জাতীয় দলের হয়ে অভিষেক করা তাওহিদের জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিদেশি টি-টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন পেসার তাসকিন আহমেদও। তাসকিনকে এবারের এলপিএলের জন্য চাইছে ডাম্বুলা অরা।

জাতীয় দলের এ পেসার এখন জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। এ বছর কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার সুযোগ ছিল তাসকিনের। কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় তা হয়নি। গত বছর পিএসএল ও আইপিএল খেলারও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু একই কারণে মুলতান সুলতানের হয়ে পিএসএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

এবারের এলপিএল শুরু হবে ৩০ জুলাই, শেষ হবে আগামী ২০ আগস্ট। এ সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে এ সময় জাতীয় দলের বিশেষ ক্যাম্প হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তাসকিনকে লঙ্কান লিগে খেলতে দেওয়া হবে কি না, এখনো সে সিদ্ধান্ত হয়নি। হৃদয়ের অনাপত্তিপত্র পাওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত আসেনি এখনো।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে এবারের এলপিএলে খেলবেন মোহাম্মদ মিঠুন। তিনি খেলবেন গল গ্লাডিয়েটর্সের হয়ে।

বার্তাবাজার/এম আই