সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিতুন্নেছা মুজিব গোল্ডকাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
এই খেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
আজ ২৪ জুলাই সোমবার দিনব্যাপী শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেনের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজউদ্দিন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শেখ ফরিদ আহমেদ, মোছাঃ সামিমা সুলতানা, আফরোজ জাহান, মোঃ শাহা আলম, মোঃ আককাছ আলী, এস,এম আব্দুল মমিন, মোঃ মহসিন রেজা। উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ হেলাল উদ্দিন, হিসাব সহকারী মনিরা পারভীন সহ সিরাজগঞ্জ সদর উপজেলার সকল প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ।
গোল্ডকাপ শুভ উদ্বোধনীর প্রথম রাউন্ডে ২০ টি দলের মধ্যে ৮ টি দল বিজয় লাভ করে। আগামিকাল দ্বিতীয় রাউন্ডে ৮টি বিজয় দল খেলবেন।
বার্তাবাজার/রাহা