নাটোরের লালপুরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসাধারনের মাঝে প্রচার করতে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগ।
শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার কলসনগর পশ্চিমপাড়া (কান্দিপাড়া) গ্রামে দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই উঠন বৈঠক অনুষ্ঠিত হয়।
দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদরত-ই-খুদা (পনির) সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম লাভলু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (এবাংশের) রোকনুল ইসলাম প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট চেয়ে জনসাধানের মাঝে লিফলেট বিতরণ করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বার্তাবাজার/এম আই