গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে সদ্য যোগদানকৃত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আল-বেলী আফিফা-র সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে গোপালগঞ্জে সাংবাদিকরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন এবং সভায় মাদক মুক্ত, ইভটিজিং, চাঁদাবাজি, যানজট নিরসনসহ নানান বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ লুৎফুল কবীর চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার মহাইমিনুল ইসলাম, সদর সার্কেল মো: খাইরুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মো: জাবেদ মাসুদ, প্রেসক্লাবের সভাপতি মো: জুবায়ের হোসেন ও গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও মাইটিভির গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিতি ছিলেন।
বার্তা বাজার/জে আই