ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাঁচ মেট্রিক টন আদা আমদানি করা হয়েছে। (১০ জুলাই) সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর হয়ে আখাউড়া স্থলবন্দর এসে পৌছে।

সিএন্ডএফ প্রতিষ্ঠান সোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল এর মাধ্যমে আদাগুলো আমদানি করেন জেলার মেসার্স মদিনা এন্টারপ্রাইজ।

সিএন্ডএফ এজেন্ট সোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকার মো: রাজিব উদ্দিন ভূইয়া বলেন, মোট ১০ মেট্রিক্স টন আদা এলসি করা হয়েছে। আজ ৫ মেট্রিক্স টন আদা বন্দরে এসে পৌঁছেছে। এই গুলো এখন কাস্টমস ক্লিয়ারেন্স কাজ চলছে। প্রতি টন আদার মূল্য ৪৫০ মার্কিন ডলার করে মোট ৪ হাজার ৫শত মার্কিন ডলার আমদানি করা হচ্ছে।

বার্তাবাজার/রাহা