নাটোরের গুরুদাসপুরে ওয়ালটন শোরুমের মালিক মো. বিপ্লব হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার কাছিকাটা বিশ্বরোডে নতুন গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। আহত বিপ্লব হাঁসমারী গ্রামের মৃত এন্তাজ সরকারের ছেলে। কাছিকাটা বাজারে তার একটি ওয়ালটন শোরুম আছে।
স্থানীয়সূত্রে জানা যায়, রাতে বিপ্লব শোরুম বন্ধ করে তার সঙ্গী খোরশেদকে নিয়ে মেটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় কাছিকাটা বিশ্বরোডে নতুন গ্যাস পাম্প এলাকায় পৌছালে ছিনতাইকারীরা তাদের পথ রোধ করে কাছে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করে। তার সঙ্গে থাকা একই গ্রামের মৃত মনোরুদ্দিনের ছেলে মো. খুরশেদও আহত হন। এসময় তাদের ডাক চিতকারে লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এম আই