চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া চুরির মামলায় সমন জারি করেছেন আদালত। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মেয়র মোখলেসুর রহমানসহ ৪ জনকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ জুন) চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতের বিচারক আবু কাহার আসামিদের প্রতি সমন ইস্যু করেন। আগামী ৭ই আগস্ট আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শেখ মু. শফিকুল ইসলাম বুলু।

জানা যায়, গত বছরের ৭ই নভেম্বর পৌর এলাকার বালুগ্রাম নতুন পাড়ার মো. মুনিরুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সদর আমলি আদালতের তৎকালীন বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২২শে অক্টোবর দুপুরে বটতলা হাটে বাদী তার জমিতে দোকান ঘর তৈরি করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান।

এ সময় ১নং আসামি মোখলেসুর রহমানের হুকুমে ২নং আসামি আবু বাক্কার ও ৩নং আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ উদ্দিন একজোট হয়ে বাদীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা মারপিট করে নগদ ৭৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে দোকান ঘর নির্মাণের জন্য রাখা টিনসহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়।

বাদী পক্ষের আইনজীবী শেখ মু. শফিকুল ইসলাম বুলু বলেন, মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একজন কর্মকর্তা তদন্ত করেন।

তদন্তে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, আবু বাক্কার,ওয়ার্ড কাউন্সিলর সালেহ উদ্দিন ও জালাল উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর আসামি মো. মুকুল ও নজরুল হককে অব্যাহতি দিতে অনুরোধ করা হয়।

বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়ে ৪ আসামির বিরুদ্ধে সমন জারি করে আগামী আগস্ট মাসের ৭ তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা খাইরুল আলম জেম হত্যা মামলায় আসামি হয়ে বর্তমানে কারাগারে আছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান।

বার্তাবাজার/এম আই