বগুড়ার কাহালুতে নিখোঁজের প্রায় আড়াই মাস পর জমিতে পুঁতে রাখা বিধান চন্দ্র সরকার (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাতে বিধানের মরদেহ জমি সেচের ড্রেনের নিচে থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। বিধানের বাবার নাম অনীল চন্দ্র সরকার। বাড়ি কাহালু উপজেলায়।

গ্রেফতারকৃতরা হলেন, বিপুল চন্দ্র প্রাং (৩৫), দিনেশ চন্দ্র প্রাং (৪১) ও উৎপল চন্দ্র (২৪) তাদের বাড়ি কাহালু উপজেলায়। তাদের কাছ থেকে পুলিশ সিমকার্ডসহ একটি বাটন মোবাইল ফোন জব্দ করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানায়, মুক্তিপণ আদায়ের লক্ষ্যে বিধানকে অপহরণ করা হয়েছিল আর সেই টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, গত ১২ এপ্রিল অনীল কাহালু থানায় বিধানকে পাওয়া যাচ্ছে না বলে জিডি করেন। বিধান নিখোঁজ হওয়ার দেড় মাস পর তার বাবার কাছে অজ্ঞাত ব্যক্তি অপরিচিত ফোন নম্বার থেকে জানান বিধান তাদের হেফাজতে আছে। তাকে ফেরত পেতে ৬ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এর সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। অভিযান চালিয়ে বিপুল, দিনেশ ও উৎপলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাদাখাল এলাকায় জমি সেচের ড্রেনের নিচ থেকে বিধানের লাশ উদ্ধার করা হয়।

বার্তাবাজার/এম আই