যশোরের বেনাপোল রেলস্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে অধিদফতরের সচিব ড. মোঃ হুমায়ুন কবির। শুক্রবার (২৩ জুন ) সকাল ১১ টার দিকে এই পরিদর্শনে আসেন।

পরিদর্শন শেষে সচিব বলেন, বেনাপোল রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও উন্নয়নমুলক কর্মকান্ড সম্প্রসারন করা হবে। পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষে যাত্রী বিশ্রামগার নির্মাণ করা হবে। বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে।

পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন,রেলওয়ের রাজশাহী অঞ্চলের চিপ ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তা মোর্শেদ আলম। সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন।

বার্তাবাজার/রাহা