লালমনিরহাটি কলেজ ছাত্রীগণধর্ষণ ধর্ষণের প্রতিবাদে আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে লালমনিরহাট সরকারি মজিদা খাতুন সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে দাড়িয়ে বক্তব্য দেন শিক্ষার্থীরা। এরপর তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিয়ে ও প্রতিবাদ জানান। সহপাঠী গণধর্ষণের শিকার হওয়ায় এখন পর্যন্ত মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

শিক্ষার্থীরা বলেন, বিমান বাহিনী একটি সংরক্ষিত এলাকা, সেখানেই এ ধরনের ঘটনা তাদের কাছে কোনভাবেই কাম্য নয় ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না আর না ঘটে সেজন্য ওই এলাকা নিরাপত্তা জোরদার করার দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন মজিদা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারিক মাসিয়াত নেহাসহ কয়েক সহপাঠী।

উল্লেখ্য, গত ১৭ই জুন সন্ধ্যার পর লালমনিরহাট বিমান বাহিনী রানওয়ের পাশের ভুট্টা ক্ষেত্রে গণধর্ষণের শিকার হন কলেজ ছাত্রী মুন্নি। সে ঘটনায় সজীব নামের একজন ছাড়া এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বার্তাবাজার/এম আই