সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়নে (ভিজিএফ)১০ কেজি চাউল গরীব ও দুস্থদের মাঝে বিতরণ না করেই কালো বাজারে বিক্রির করেছে অভিযোগ উঠেছে পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলমগীর জাহান বাচ্চু বিরুদ্ধে।

আজ (২০জুন) সকালে ভিজিএফ চাউল দেওয়ার পর গোপন সংবাদে ভিত্তিতে শুনতে পাওয়া যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ ১০ কেজি চাউল গরীব ও দুস্থদের মাঝে বিতরণের জন্য দেওয়া হয়েছে। সেই চাউল থেকে ১২ বস্তা চাউল কালোবাজারে বিক্রি করেন পোতাজিয়ার চেয়ারম্যান। সেই তথ্য অনুসারে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবয়ন অফিসার পিআইও রাশিদুল ইসলাম ঘটনা স্থলেগিয়ে ১২বস্তা চাউল উদ্ধার করলেন।

এলাকাবাসী ও এলাকার দুস্থ ও গরীব ছিলিপ না পাওয়া কিছু ব্যাক্তি বলেন, আমরা ছিলিপ চাইলে বলে নাই এখন তো সব ফাঁস হয়ে গেলো এই চেয়ারম্যান বার বার একইভাবে কালোবাজারে বিক্রি করেন। তার লোকের মাধ্যমে চাউল এভাবেই তিনি প্রতিনিয়ত বিক্রি করেন বলে অভিযোগ করেছে নাম প্রকাশের অনিচ্ছুক বেশ কিছু ব্যাক্তি।

এ ব্যপারো পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলমগীর জাহান বাচ্চু সাথে ১২,বস্তা চাউল বিক্রির প্রসঙ্গে কথা শুনে এবিষয়ে আর কথা বলতে চান না তিনি আর কোনো কথাই বলেনি প্রতিবেদকের সাথে।

এবিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: রাশিদুল ইসলাম তিনি বলেন, আমি ঘটনা স্থলে গিয়ে ১২বস্তা চাউল পেয়েছি ঘটনা সত্য এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/রাহা