সিরাজগঞ্জের কামারখন্দে দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা পরিচালিত পলাশডাঙ্গা যুবশিবির আয়োজিত ঐতিহাসিক ভদ্রঘাট যুদ্ধ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতা মিলন মেলা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার মধ্য ভদ্রঘাট স্মৃতিসৌধ ও যাদুঘর মাঠ প্রাঙ্গণে শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধা জনতা মিলন মেলা হয়।

মুক্তিযোদ্ধা জনতা মিলন মেলায় জনসাধারণের স্মৃতিতে পলাশডাঙ্গা যুব শিবির নিয়ে মুক্তিযোদ্ধা বিষয় বই লেখার জন্য লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক হিসেবে সাধন চন্দ্র বসাক এবং বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ করার জন্য মাহবুবুর ইসলাম পলাশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস। সঞ্চলনা করেন কামারখন্দ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাদাত হোসেন ফিরোজী।

এসময় উপস্থিত ছিলেন, (কামারখন্দ-সদর)-২ আসনের সাংসদ সদস্য অধ্যাপক ডা হাবিবে মিল্লাত মুন্না, বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান, বন্ধুসভার সাবেক সভাপতি প্রদীপ কুমার সাহাসহ প্রমুখ।

সন্ধ্যায় মুক্তিযোদ্ধা জনতা মিলন মেলা উপলক্ষ্যে ভদ্রঘাট স্মৃতিসৌধ ও যাদুঘর মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে হৈমন্তী গাছ লাগানো হবে বলে জানা যায়।

বার্তাবাজার/এম আই