লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা কার্যালয়ের তৃতীয় তলার হল রুমে ২৩ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ১ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন।

নতুন অর্থ বছরে বাজেটে বাস্তবায়ে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ৯ কোটি ৭৭ লাখ টাকা, উন্নয়ন অনুদানে প্রস্তাব করা হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ টাকা।বাজেটের রাজস্ব অর্থ সংগ্রহ হয় সরকারী অফিস ও আদালত, ট্রেড লাইসেন্স, যানবাহন লাইসেন্স ফি, বিভিন্ন সনদ ফি, হাট-বাজার, বাস টার্মিনাল ও গণশৌচাগার ইজারা, ইমারত নির্মাণ, জমি পরিমাপ ফি,রোলার ভাড়া ফি থেকে। আর উন্ননয়ের আয় আসে বিভিন্ন প্রকল্প থেকে। তবে কোভিট পরবর্তী সময় থেকে সেগুলোর বরাদ্দ কমে গেছে। আয় থেকে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা,পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়কবাতি, বিদ্যুৎ ও জ্বালানি বিল, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন, পার্ক নির্মাণ ও সৌন্দর্যবর্ধন, দারিদ্র্য হ্রাসকরণ, রাস্তা-ঘাট ও ড্রেন নির্মাণ, মোটরযান যন্ত্রাংশ ক্রয় ও মেরামত, পানি সরবরাহ, আন্তর্জাতিক ও জাতীয় দিবস উদযাপনসহ সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার মান উন্নয়ন, মশক নিধন, মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে অর্থ প্রদান, চিকিৎসা সেবা, আর্থিক অনুদানে ব্যয় হয়।

মেয়র বলেন, ২ বছর ৪ মাস সময়ে আমরা তিনটি বাজেট ঘোষণা করেছি। বাজেট গুলো পৌর বাসীর কাছে অত্যন্ত জনবান্ধন পূর্ণ হয়েছে। বাজেট ঘোষণার পরবর্তীতে সাংবাদিকগণ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন ও মতামত দেন। সেসব মতামতের ভিত্তিতে আগামী বাজেট ঘোষণার দিনে পৌরসভার সর্বোচ্চ করদাতাকে পুরস্কার করা হবে।

বাজেট ঘোষণার সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই