লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজায় যাত্রীবাহী বাস তল্লাসী করে তিন কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (১৬ জুন) দুপুরের পর তিস্তা টোল প্লাজায় কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়া গামী চন্দ্রমুখী যাত্রীবাহী পরিবহন থেকে রুপালি বেগম (৩৯) এক নারীকে গাঁজাসহ আটক করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সদর থানার এসআই (নিঃ) মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নারী কনস্টেবল মুন্নি খাতুনসহ তিস্তা টোল প্লাজায় নিয়মিত কাজের অংশ হিসেবে তল্লাসী করছিল। সে সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা চন্দ্রমুখী একটি যাত্রীবাহী বাসের চালককে থামতে বলে। এসময় এস আই সাইফুরসহ সঙ্গীয় ফোর্সসহ বাসের ভিতরে প্রবেশ করে তল্লাশী করার সময় জি ৩ সীটে বসা একজন যাত্রীর সীটের নীচে দুই পায়ের মাঝখানে একটি সাদা রংয়ের বাজার করা প্লাষ্টিকের ব্যাগ থেকে তিন কেজি ওজনের মাদক দ্রব্য উদ্ধার করে যার। গাঁজার মূল্য আনুমানিক ৩০,০০০ টাকা। আসামির প্রতি শালীনতার সহিত তার সাথে থাকা ব্যাগ ও তার শরীর তল্লাশি চালানো হয়। গ্রেফতারকৃত আসামি রুপালী বেগমের স্বামীর নাম মোঃ জহির হোসেন, তার বাড়ী কুড়িগ্রামের জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা পাঠানটা গ্রামে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, আটককৃত ব্যক্তির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। এক নারী মাদক ব্যবসায়ী আটক রয়েছে।

বার্তাবাজার/এম আই