অবশেষে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সহকারী সুবীর কুমার পাল কে বরগুনার পাথরঘাটার কালমেঘা উপ স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়েছে।

মঙ্গলবার(১৩জুন)বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা:মো:হুমায়ুন শাহীন খান এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপনে আগামী সাত দিনের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহন করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করার জন্য বলা হয়েছে অন্যথায় আট দিনের দিন সরাসরি অব্যহতি পেয়েছেন বলে গন্য হবে বলা হয়েছে।

এর আগে ঐ চিকিৎসা সহরকারীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে গনমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদের বলা হয় বিসিএস না হয়ে তিনি জন্ম সনদ প্রত্যায়নে স্বাক্ষর করেছেন,হাসপাতালের সরকারি পুকুর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া লিজ দিয়েছেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে,তাছাড়া এমবিবিএস ডাক্তার হাসপাতালে থাকা সত্বেও আলাদা রুমে বসে রোগী দেখা এবং রোগীদের কাছ থেকে ভিজিট নেওয়া,কারনে অকারনে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেওয়া এবং দশ বছর একই স্থানে থেকে নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পরে তদন্ত কমিটি গঠন করা হয় সুবীর কুমার পালের বিরুদ্ধে।তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের চার দিনের মাথায় তার বদলির আদেশ প্রদান করে কর্তৃপক্ষ।

বার্তা বাজার/জে আই