কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী দু’গ্রুপের গোলাগুলির ঘটনায় মোহাম্মদ বশির উল্লাহ (৩০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। সে ক্যাম্প-১০ এর বাসিন্দা ফজু মিয়ার ছেলে। মঙ্গলবার (১৩ জুন) ভোর রাতে বালুখালী ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও উখিয়া থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে এক রোহিঙ্গা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বার্তা বাজার/জে আই