পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
শনিবার(১০জুন) দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পটুয়াখালী জেলা প্রশাসনে আয়োজনে ৬০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্থাপনা বাবদ মোট ১৩ কোটি ৫৩ লক্ষ ৯১ হাজার ৫শত পাঁচ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির প্রমুখ।
বার্তা বাজার/জে আই