১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল সিটি নির্বাচন। শেষ সময় প্রাচার প্রচারণায় ব্যাস্ত হয়ে পরেছেন বিভিন্ন প্রার্থীদের কর্মী সমর্থকরা। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদের পক্ষে শেষ মুহুর্তের প্রচারনায় ব্যাস্ত সময় পার করছে পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শহর ঘুড়ে দেখা গেছে, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সাধারণ ভোটারদের মাঝে তুলে ধরছেন।
কলাপাড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী বলেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের নেতৃত্বে তারা জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতা-কর্মীরা সিটির বিভিন্ন ওয়ার্ডে গণ সংযোগ করছেন এবং নৌকার বিজয়ের জন্য কাজ করছেন।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী তথা নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে দিন রাত কাজ করে যাচ্ছে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা।
বার্তাবাজার/এম আই