সিরাজগঞ্জের শাহজাদপুর গাড়াদহ ইউনিয়নে গাড়াদহ ও নরিনা ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করলেও প্রশাসনের ভূমিকা নিরব। এই অবৈধভাবে বালু উত্তোলন ফলে নষ্ট হচ্ছে ফসলি জমি পাড়ের নির্মাণ করা বসত ভিটা ও সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সরকারি প্রকল্পের নির্মাণ বাঁধ।

এই অবৈধ বালু উত্তোলন করছে, গাড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। এলাকাবাসী জানান, সাইফুল চেয়ারম্যান কথায় বাহিরে কেও কথা বলতে পারেন না, এমন কি তার ভয়ে কথা বলতে সাহস পান না । গাড়াদহ ইউনিয়ন পাশ্ববর্তী ইউনিয়ন নরিনাতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব । নরিনাতে বালু উত্তোলন করছেন মো: মামুন নামে যা গাড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথেই ।

এবিষয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কাছে প্রতিবেদক অবৈধ বালু উত্তোলন বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন ওর্য়াক অডার আছে। সেই ওর্য়াক অডার তিনি বালু উত্তোলন করছেন তবে তিনি ওর্য়াক অডার দেখাতে পারেন নি।

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন সাথে মুঠোফোনে সাক্ষাৎ নেওয়া সময় তিনি প্রতিবেদক জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহন করা হবে। ১৬দিন পার হয়ে গেলেও কোনো পদক্ষেপ গ্রহন করতে পারেননি শাহজাদপুর উপজেলা প্রশাসন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, গাড়াদহ ও নরিনা থেকে যে অবৈধ বালু উত্তোলন করছেন তারা কোনো ওর্য়াক অর্ডার দেখাতে পারেন নি যে কোনো মুহূর্তে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/রাআ