ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানি দুঃশাসন থেকে মুক্তির কৌশলপত্র হিসেবে ১৯৬৬ সালের এই দিনে ছয় দফা প্রস্তাব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বুধবার (৭ মে) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সভানেত্রী।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির সঙ্গে আলোচনার সিদ্ধান্ত এখনো হয়নি। এক্ষেত্রে জাতিসংঘের মধ্যস্থতার প্রয়োজন হবেনা বলেও মন্তব্য করেন তিনি।
বার্তাবাজার/এম আই