চলতি মৌসুমে লা লিগায় শিরোপার দৌড়ে বেশ এগিয়ে প্রথম থেকেই বার্সা। এখন পর্যন্ত ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আছে শীর্ষে বিপরীতে দ্বিতীয়তে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৮। ফলে অলৌকিক কিছু না ঘটে তাহলে আর বার্সালোনার শিরোপা উৎসবের পথ আটকাতে পারবে না কেউই। এমন অবস্থায় ঘরের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা
এদিন ক্যাম্প ন্যুয়ে বার্সালোনা ম্যাচের বেশি সময় ধরে খেলেছে ১০ জনের ওসাসুনার বিপক্ষে। ম্যাচের ২৬তম মিনিটে বল নিয়ে ডি বক্সের দিকে এগিয়ে যাওয়া পেদ্রিকে হাত ধরে ফেলে দেন হোর্হে হেরান্দো। যার ফলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি৷
তবে এদিন শুরু থেকে ম্যাচটিতে বল দখলে এগিয়ে ছিল জাভি জাভি হার্নান্দেজের শিষ্যরা। কিন্তু একের পর এক আক্রমণ করতে থাকা বার্সা ওসাসুনার রক্ষণ দেয়ালে গিয়ে থমকে যেতে হচ্ছিল বারবার। একাধিক সুযোগ তৈরী করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সালোনা। ফলে গোলশূন্য নিয়ে বিরতিতে যায় উভয় দল।
বিরতি থেকে এসেও যেন প্রথমার্ধের পুনরাবৃত্তি। রবার্ট লেভানডভস্কি, আনসু ফাতি, রাফিনিয়া আর পেদ্রিদের একের পর এক আক্রমণ যেতে থাকে বিফলে। তবে ম্যাচের ৮৫ মিনিটে বার্সাকে কাঙ্খিত গোল এনে দেন জর্দি আলবা। ডি বক্সের ভেতরে ডি ইয়ংয়ের হেড থেকে বল পেয়ে কোনাকুনি শট করেন তিনি। ঝাঁপিয়ে পড়ে হাতে বলের স্পর্শ পেলেও শেষ রক্ষা হয়নি, বল ঢুকে যায় জালে। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা না হলে ১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
গতরাতে জয় পাওয়ায় ৩৩ ম্যাচে বার্সার পয়েন্ট ৮২। শেষ ৫ ম্যাচের আর একটিতে জিতলেই শিরোপা ঘরে তুলবে তারা। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৮। ৩২ ম্যাচ থেকে আতলেতিকো মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। ফলে এই হারে তৃতীয় স্থানে নেমে যাবার শঙ্কা রিয়ালের সামনে। এ দিন কাদিসের বিপক্ষে আথলেটিকো জিতলেই দুই নম্বরে উঠে যাবে তারা।