চট্টগ্রামে ১৪ কেজি গাঁজা ও ১ হাজার ২০০ পিস ইয়াবা সহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুন) দুপুরে বিষয়টি করেন খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নগরীর খুলশী থানাধীন মাষ্টারলেইন ঝিলেরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ১ হাজার ২০০ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জাবেদ হোসেন লিটনের স্ত্রী কাজল প্রকাশ মর্জিনাকে গ্রেফতার করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আজ আদালতে হাজির করা হবে।
বার্তা বাজার/জে আই