কুমিল্লা কোতয়ালী মডেল থানার ডুমুরিয়া চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কুমিল্লার একটি চৌকস টিম।

জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কুমিল্লা বিশেষ অভিযান পরিচালনা করে (১৩জুন) রাত ১১:০৫ মিনিটের সময় কোতয়ালী মডেল থানার ৫নং পাঁচতুবি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডুমুরিয়া চাঁনপুর ব্রীজের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর হতে মাদক পাচার কালে ৫২(বায়ান্ন) কেজি গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ডুমুরিয়া চাঁনপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ মামুন মিয়া ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কুচোরী গ্রামের মৃত ফারজুল মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযান অব্যাহত রয়েছে।