ঈদের দিনে পাবনার মানসিক হাসপাতাল ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
ঈদের দিন সোমবার ( ১৭ জুন ) দুপুরে হাসপাতালের ভর্তি রোগীদের খোঁজ খবর, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখেন এবং হাসপাতাল পরিদর্শন করেন।
এসময় প্রিন্স বলেন, পাবনা মানসিক হাসপাতাল ও জেনারেল হাসপাতাল কেবল সদর উপজেলা নয় পুরো ৯টি উপজেলার প্রান্তিক সাধারণ মানুষ এই হাসপাতাল থেকে সেবা নিয়ে থাকেন। আর ঈদের দিনগুলোতে বিপদাপন্ন, সংকটে থাকা মানুষ আরো বেশি অসহায় বোধ করে। তাদের সাহস দিতে, মনোবল ধরে রাখতে প্রতি ঈদেই আমি হাসপাতাল পরিদর্শন করে রোগী ও স্বজদের খোঁজ খবর নেই এবং ঈদের দিনে ভালো মানের খাবারের ব্যবস্থা করা হয়। যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সাধারণ মানুষ।
এসময় উপস্থিত ছিলেন পাবনার মানসিক হাসপাতালের পরিচালক ডাঃ শাফ্কাত ওয়াহিদ, পাবনা জেনারেল হাসপাতালে (ভারপ্রাপ্ত) সহকারী পরিচালক ড. সালেহ মোহাম্মদ আলী, আর এমও ড. জাহিদুল ইসলাম, পৌর আ.লীগ নেতা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকিসহ লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।